যশোরে সাকামোতো জাপানিজ ও কোরিয়ান ভাষা শিক্ষা ইনস্টিটিউটের ১৩ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা জজ কোর্ট মসজিদ গলীর জাপানিজ এবং কোরিয়ান ভাষা শিক্ষা ইনস্টিটিউট উদ্বোধন করেন, সাকামোতো জাপানিজ ও কোরিয়ান ভাষা শিক্ষা ইনস্টিটিউটের চেয়ারম্যান আল আমিন মাহমুদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাকামোতো জাপানিজ এবং কোরিয়ান ভাষা শিক্ষা প্রশিক্ষক তাহসিম আহমেদ, সহকারী পরিচালক এ্যাডভোকেট তুরাব আলীসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইনস্টিটিউটের চেয়ারম্যান আল আমিন মাহমুদ বলেন, সাকামোতো জাপানিজ ও কোরিয়ান ভাষা শিক্ষা ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশ থেকে শত শত তরুন, যুবক জাপান এবং কোরিয়াতে তাদের ক্যারিয়ার গড়তে এই প্রতিষ্ঠান বেছে নিয়েছে। এবং এই প্রতিষ্ঠান থেকে ভাষা শিক্ষার স্টুডেন্ট ও জব ভিসায় যেতে সহায়ক ভূমিকা পালন করবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।