ইরানে পুরস্কার জিতলেন ফারিণ

আগের সংবাদ

ইবিতে ফের গণরুমে র‌্যাগিং, তদন্তে প্রশাসন

পরের সংবাদ

মৃত্যুবরণ করেছেন সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪ , ২:৪৮ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৪ , ২:৫০ অপরাহ্ণ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজের সহকারী মহাসচিব দেশের বিশিষ্ট সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল আট টায় তার চৌগাছার হোগলডাঙ্গার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মহিদুল ইসলাম মন্টু যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। এসব সংগঠনগুলোতে সভাপতি সম্পাদকসহ বিভিন্ন সময় দায়িত্বশীল পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন ।

তিনি বাংলাদেশ টেলিভিশনের সাবেক যশোর জেলা প্রতিনিধি ছিলেন। জীবন স্রোত নামে একটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন মন্টু।

সাংবাদিকদের যৌক্তিক অধিকার আদায়ের আন্দোলনে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। তার মৃত্যুতে শোক বিহ্বল হয়ে পড়েছেন যশোরের সাংবাদিক নেতৃবৃন্দ।

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম জানিয়েছেন, গত এক বছর তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মুত্যুর আগে তিনি বাকরুদ্ধ অবস্থায় ছিলেন। ঢাকায় চিকিৎসা শেষ তাকে গ্রামের বাড়ি নেয়া হয়েছিল। আর আজ (মঙ্গলবার) সকালে তিনি শেষ নিঃ ত্যাগ করেছেন। তার মৃত্যু সাংবাদিকদের জন্য কঠিন শোকের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়