ভালোবাসার গোলাপে ‘চোখ রাঙানি’!

আগের সংবাদ

নড়াইলের চাহিদা মিটিয়ে পান যাচ্ছে বিভিন্ন জেলায়

পরের সংবাদ

মাভাবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪ , ১১:১২ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪ , ১১:১২ অপরাহ্ণ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচ ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীনবরন ও ৯ম  ব্যাচ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের পদার্থবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এআরএম সোলাইমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ধনেশ্বর চন্দ্র সরকার ও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাসুম হায়দার।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

ফেব্রুয়ারি ১২, ২০২৪, at ২৩:০১ (GMT+06) রূপ/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়