দৌলতপুরে চুরি হওয়া সেই শিশুকে উদ্ধার করল র‍্যাব, মা-মেয়ে গ্রেপ্তার

আগের সংবাদ

ভালোবাসার গোলাপে ‘চোখ রাঙানি’!

পরের সংবাদ

যশোর ৩ শতাধিক অসচ্ছল মানুষের মধ্যে চাউল বিতরণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪ , ১:৩৯ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪ , ১:৫৩ অপরাহ্ণ

যশোর আরবপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নানের উদ্যোগে ৩ শতাধিক অসচ্ছল মানুষের মধ্যে চাউল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে আরবপুর ইউনিয়নের ভেকুটিয়ায় কৃষক লীগের কার্যালয়ে চাউল বিতরণ পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল কবির রবিউল ও মিজানুর রহমান মুকুল, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ, সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান চুন্নু, মহিলা আওয়ামী লীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস রুপা, সদর উপজেলা কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান, সদস্য আজাহার আলী, সাইদুল ইসলাম, ফজের আলী, আনোয়ারুল কাদের ও আব্দুল জলিল।

সভায় বক্তারা বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এই সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে কৃষকরা ন্যায্য মূল্য সার পায়, তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়