ঝিনাইদহে মাদক সিন্ডিকেটের ৬ কারবারিকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয় বলে দুপুরে খবর নিশ্চিত করেছেন সদর থানার ওসি শাহীন উদ্দীন। ইয়াবাসহ ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, সাজ্জাদ হোসেন টিপু, জীবন হোসেন, রাসেল মিয়া, ইয়ারুল ইসলাম, আনিচ হোসেন ও শামীম হোসেন। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ পিচ ইয়াবা। আটকৃকতদের বাড়ি চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রামে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শাহীন উদ্দীন জানান, শহরের মডার্ন মোড় এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালায়। এ সময় ৬ মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের কাছ থেকে ১০০ পিট ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। পরে আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।