প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪ , ৮:০৫ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪ , ৮:০৯ অপরাহ্ণ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) উপাচার্যের কার্যালয়ে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মী ও বহিরাগতদের দ্বারা শিক্ষকদের হেনস্তার বিচার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম। দাবি আদায় না হলে মানববন্ধনে নামবে বলে জানা যায়।
রবিবার সংগঠনটির জরুরি কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ ফেব্রুয়ারি উপাচার্যের কার্যালয়ে ঘটে যাওয়া অছাত্র ও বহিরাগতদের দ্বারা শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। অন্যথায় দুপুর ১টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে মানববন্ধন করার ঘোষণা দেন।
এছাড়াও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা প্রসঙ্গও স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছেন।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মসজিদের ইমাম নিয়োগ বোর্ড সংক্রান্ত বিষয়ে উপাচার্যের সাথে সাক্ষাৎ করতে যান প্রগতিশীল শিক্ষকদের একাংশ। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করলে শিক্ষকদের সাথে বাগবিতণ্ডা হয়। এতে ছাত্রলীগের দ্বারা শিক্ষকদের লাঞ্ছনার অভিযোগ করেছেন কার্যালয়ে অবস্থানকারী শিক্ষকরা।
ফেব্রুয়ারি ১১, ২০২৪, at ১৯:৫৮ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।