জমে উঠেছে গদখালির ফুলের বাজার প্রতি পিস গোলাপ ৩০ টাকা!

আগের সংবাদ

ইবিতে শিক্ষক হেনস্তার বিচার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম 

পরের সংবাদ

যশোরে চুরির অপবাদে যুবককে ওয়ার্কশপে আটকে নির্যাতন করে হত্যা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪ , ৭:০১ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪ , ৭:০২ অপরাহ্ণ

যশোরে ফয়জুল গাজী (২৭) নামে এক যুবককে চুরির অপবাদে ওয়ার্কশপে আটকে নির্যাতন করে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সদর উপজেলার সতীঘাটা নামক এলাকায় একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত ফয়জুল গাজী সতীঘাটা গোলদার পাড়া এলাকার জালাল উদ্দীন গাজীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, গতকাল রাতে ফয়জুল গাজীকে সতীঘাটার একটি ওয়ার্কশপে লোহার যন্ত্রপাতি চুরি করার অপবাদে আটক করে নির্যাতন চালানো হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ওই ওয়ার্কশপে গেলেও তাদেরকে ঢুকতে দেয়া হয়নি। পরবর্তীতে সকালে স্থানীয়রা ফয়জুলকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে চুরির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তার পরিবারের লোকজন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ফয়জুল চুরি করতে গিয়েছিল বলে জানতে পেরেছি। কিন্তু তাকে পুলিশে না দিয়ে কয়েকজন মিলে মারপিট করে। এতে আঘাতপ্রাপ্ত হয়ে ফয়জুল মারা যান। এ ঘটনা জড়িত তিনজনকে হেফাজতে নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ফেব্রুয়ারি ১১, ২০২৪, at ১৮:৫৮ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়