যশোরে একাধিক মামলার আসামি ছুরিকাঘাতে নিহত

আগের সংবাদ

সাপ্তাহিক ছুটির দিনে ফুলের রাজধানী গদখালীতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

পরের সংবাদ

কেশবপুরে সংস্কৃতি পরিষদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪ , ৮:৩৭ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৪ , ৮:৩৭ অপরাহ্ণ
যশোরের কেশবপুরে সংস্কৃতি পরিষদ বাংলাদেশ এর অধীনে চারুপীঠ একাডেমির কেন্দ্রে চারুকারু, সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি বিষয়ক বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় আল আমিন মডেল একাডেমি ও চারুপীঠ একাডেমির ক্যাম্পাসে ওই বোর্ড পরীক্ষার আয়োজন করা হয়। এ সময় কেন্দ্র পরিদর্শন করেন সংস্কৃতি পরিষদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক পান্না লাল দে, চারুপীঠ একাডেমির সভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদার, মধুসূদন সংগীতালয়ের পরিচালক অলোক বসু বাপী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রদীপ বসু পল্টু, বাংলাদেশ টেলিভিশনের সংগীত শিল্পী ইন্দ্রজিৎ সাধু প্রমুখ।
পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তরিকুল ইসলাম, সেতু, সুকুমার ও সিথী দাস। চারুপীঠ একাডেমি কেশবপুর এর নির্বাহী পরিচালক উৎপল দে বলেন, সংস্কৃতি পরিষদের বোর্ড পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠান চারুপীঠ একাডেমি কেশবপুর থেকে ১০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

ফেব্রুয়ারি ১০, ২০২৪, at ২০:৩৪ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়