দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের গায়কদের বিয়ে করার জন্য ঘরছাড়া তিন কিশোরীকে ১০ দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে খিলগাঁও থানা পুলিশ গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাদের আটক করে।
খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, নিখোঁজ হওয়ার আগে মেয়েরা দক্ষিণ কোরিয়া যাওয়া এবং বিটিএস সদস্যদের বিয়ে করার ইচ্ছার কথা জানিয়ে একটি চিরকুট রেখে যায়। তাদের সবার বয়সই ১৩ থেকে ১৪ বছর।
পুলিশ জানায়, নিখোঁজ কিশোরীরা রাজধানী খিলগাঁও-এর মেরাদিয়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এই তিন কিশোরী দক্ষিণ কোরিয়া যাওয়ার আশায় গত ২৯ জানুয়ারি দুপুরে বাসা থেকে পালিয়ে যায়। পরে গাজীপুরের টঙ্গী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে তারা।
বৃহস্পতিবার বিকালে ওই বাড়ির মালিক পুলিশকে কিশোরীদের খোঁজ দেন। তিনি বলেন, টিভিতে তাদের নিখোঁজের খবর দেখে পুলিশকে জানান তিনি। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধারের পর বিষয়টি নিশ্চিত হয়।
জানা যায়, টেলিভিশনের একটি কনসার্টের মাধ্যমে তারা বিটিএসের গান দেখে। এরপর থেকেই তারা এই ব্যান্ডদলের প্রতি আকৃষ্ট হয়। এক সময় ওই তিন কিশোরী চিন্তা করতে শুরু করে তারা ব্যান্ডদলের সঙ্গে যোগাযোগ করবে।
পুলিশ জানায়, মেরাদিয়া থেকে টঙ্গীর আউচপাড়ায় বাসাভাড়া নিয়ে বসবাস শুরু করে তিন কিশোরী। কেনে প্রয়োজনীয় জিনিসপত্র। বিটিএসের মতো করে নিজেদের তৈরি করতে তারা ভর্তি হন জিমনেসিয়ামে। এছাড়া গার্মেন্টসে চাকরি করে কোরিয়া যাওয়ার প্রয়োজনীয় টাকা সঞ্চয়ের চিন্তা ছিল তাদের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।