জাবিতে গণধর্ষনের ঘটনায়, দুই জনের দোষ ‘স্বীকার’

আগের সংবাদ

সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ

পরের সংবাদ

বিজয়-সোহানের ব্যাটে লড়াইয়ের পুঁজি খুলনার

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪ , ৫:৫১ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৪ , ৫:৫১ অপরাহ্ণ

পাকিস্থানি তারকাদের হারিয়ে এমনিতেই কিছুটা ব্যাকফুটে ছিল খুলনা টাইগার্স। দ্রুত কয়েকটি উইকেট নিয়ে তাদের আরও ব্যাকফুটে ঠেলে দেয় সিলেট। তবে হাল ধরেন অধিনায়ক এনামুল হক বিজয়। চতুর্থ উইকেটে হাবিবুর রহমান সোহানকে নিয়ে বড় জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন তিনি।

শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছে খুলনা টাইগার্স। প্রথম ইনিংস শেষে সিলেটকে ১৫৪ রানের লক্ষ্য দিয়েছে খুলনা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৯ রানের মাথায় এভিন লুইসের উইকেট হারায় খুলনা। আফিফ হোসেন শুরুটা করেন ভালোই। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার। ব্যক্তিগত ২৪ রান করে সাজঘরে ফেরেন তিনিও।

চার নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছেন মাহমুদুল হাসান জয়। ৬ বল খেলে ১ রানের বেশি করতে পারেননি তিনি। তবে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেছেন বিজয়। অধিনায়ক অপরাজিত ছিলেন ৫৮ বলে ৬৭ রান করে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন হাবিবুর। তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৩০ বলে ৪৩ রান।

ফেব্রুয়ারি ০৯, ২০২৪, at ১৭:৪৮ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়