দীর্ঘদিন ধরেই জাবিতে চলছে মাদক ব্যবসা ও ধর্ষণ

আগের সংবাদ

উদযাপিত হলো ১ম জে স্মিথ স্মৃতি বিতর্ক উৎসব, সম্মাননা পেলেন রোহিত রায়

পরের সংবাদ

সাতক্ষীরায় ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ছেলে, আহত বাবা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪ , ৬:২৫ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৪ , ৬:২৫ অপরাহ্ণ

সাতক্ষীরার কালীগঞ্জে ইটভাটার মাটি বহনকারি ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পাঁচ বছরের শিশু নিহত ও তার বাবা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাঁধাকুল গ্রামের মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আসাদুল ইসলাম (৫)। সে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁধাকুল গ্রামের শাহীন আলমের ছেলে। আসাদুল ঘুষুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীর ছাত্র। উন্নত চিকিৎসার জন্য আহত শাহীন আলম (৪০) কে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কালিগঞ্জ উপজেলার বাধাকুল গ্রামের কাটাখালি নদীর চরের বাসিন্দা আসমা খাতুন জানান, তার স্বামী শাহীন আলম একজন দিনমজুর। বৃহষ্পতিবার দুপুর সোয়া একটার দিকে ছেলে আসাদুলকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য কৃষ্ণ মন্দিরের সামনের রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তেঁতুলিয়া গ্রামের মোখলেসুর রহমান পল্টু ও জাকির হোসেনের মালিকানাধীন ঘুষুড়ে গ্রামের টিআরবি ভাটার মাটি বহনকারী একটি ডাম্পার ট্রাক মন্দিরের সামনে পৌঁছালে অসতর্কতার একপর্যায়ে আসাদুল ও তার বাবা শাহীন আলমকে চাপা দেয়। গাড়ি চালানোর সময় ডাম্পার ট্রাকের চালক মনিরুল ইসলাম মোবাইলে কথা বলছিল। এতে করে তারা বাবা ও ছেলে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদেরকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাহীন আলমকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনাচর্জ (ওসি) শাহীন আলম জানান, নিহত শিশু আসাদুলের মরদেহ নিয়ে আসার জন্য আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ডাম্পার ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ফেব্রুয়ারি ০৮, ২০২৪, at ১৮:১২ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়