দৌলতপুরে নাসির গ্রুপের হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরি

আগের সংবাদ

দীর্ঘদিন ধরেই জাবিতে চলছে মাদক ব্যবসা ও ধর্ষণ

পরের সংবাদ

উত্তরা জসীমউদ্দীন ফ্লাইওভারের ওপর বাসের ধাক্কায় যুবক নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪ , ১২:৪৬ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৪ , ১২:৪৬ অপরাহ্ণ
রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকার জসীমউদ্দীন ফ্লাইওভারের ওপর বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৮) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন পুলিশ। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম। তিনি জানান, ভোরে ওই ফ্লাইওভারের ঢালে আমি ডিউটি করছিলাম। এ সময় পথচারীদের  মাধ্যম জানতে পারি ফ্লাইওভারের ওপরে এক ব্যক্তি দুর্ঘটনায় আহত হয়ে পড়ে আছেন। পরে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, ওই যুবক আর বেঁচে নেই।
তিনি আরো জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকদের জিজ্ঞাসা করে ওই যুবকের পরিচয় আমরা শনাক্ত করতে পারিনি। সম্ভবত ওই যুবকটির পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল। এ সময় কোনো বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেব্রুয়ারি ০৮, ২০২৪, at ১১:৫১ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়