সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন নাবিল আহমেদ

আগের সংবাদ

দৌলতপুরে নাসির গ্রুপের হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরি

পরের সংবাদ

সাতক্ষীরায় ২ কোটি টাকার এলএসডিসহ আটক এক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৪ , ১০:২৩ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৪ , ১০:২৩ অপরাহ্ণ

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে প্রায় ২ কোটি টাকা মুল্যের এলএসডি মাদকসহ কুদ্দুস আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। গত মঙ্গলবার বিকেলে কাকডাঙ্গা সীমান্ত এলাকায় মাদক জব্দ ও আটকের ঘটনা ঘটে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ভারত থেকে বাংলাদেশে মাদক আসছে, এমন সংবাদে কাকডাঙ্গা এলাকায় ওঁৎ পেতে থাকে বিজিবির বিওপি কমান্ডার নায়েব সুবেদান আবু তাহের। এসময় বাইসাইকেলে আসা কুদ্দুস আলীকে আটক করে দেহ তল্লাশি চালায় বিজিবি সদস্যরা।

তল্লাশিকালে কুদ্দুস আলীর জাম্পারের পকেট থেকে ৩ বোতল এলএসডি মাদক ও ২ বোতল মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের মুল্য প্রায় ২ কোটি টাকা। আটককৃত আসামীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

ফেব্রুয়ারি ০৭, ২০২৪, at ২২:১৮ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়