প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৪ , ৯:৪২ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৪ , ৯:৪৩ অপরাহ্ণ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল ড্রামসহ সরঞ্জাম অপসারণে বিশেষ কেমব্রিং অপারেশন মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার বিকালে কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদার নেতৃত্বে কাঁকশিয়ালী নদীর বিভিন্ন এলাকা থেকে বেহুন্দি জালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন। পরবর্তীতে সন্ধ্যায় কালিগঞ্জ ডাকবাংলা মোড়ে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলীর নেতৃত্বে অবৈধ জাল ও সরঞ্জাম আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী সাবিনুর রহমান টেকনিক্যাল অফিসার নিশান মিত্র ও সুমন ঢালী সার্ভিস প্রোপাইটার মনিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য মাসব্যাপি ক্যাম্বিং অপারেশনের অংশ হিসেবে তৃতীয় সপ্তাহে উপজেলা মৎস্য কর্মকর্তার অভিযানে নিষিদ্ধ জাল সহ সরঞ্জাম জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
ফেব্রুয়ারি ০৭, ২০২৪, at ২১:৩২ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।