কুবিতে প্রাধ্যক্ষের পদত্যাগের পর এবার গণমাধ্যম উপদেষ্টার পদত্যাগ

আগের সংবাদ

নিরাপদ সবজি উৎপাদনে যুক্ত ঝিকরগাছার ৮ হাজার কৃষক-কৃষাণী

পরের সংবাদ

কাওলায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৪ , ৪:৫৯ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৪ , ৪:৫৯ অপরাহ্ণ
রাজধানীর দক্ষিনখানের  কাওলা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তার নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
গত  মঙ্গলবার রাতেরদিকে রাজধানীর কাওলা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ি সহকারি উপরিদর্শক (এএসআই) সানুমং মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর কাওলা রেলগেট এলাকায় একটি ট্রেনের ধাক্কায় ঐ যুবক আহত হলে প্রথমে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতর নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।

ফেব্রুয়ারি ০৭, ২০২৪, at ১৬:৫১ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়