যশোর সদর উপজেলা পর্যায়ে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বিজ্ঞান চর্চার কোন বিকল্প নেই। বিজ্ঞান সৃজনশীল ও বাস্তবধর্মী তথ্য-উপাত্ত উপস্থাপন করে। বিজ্ঞানের জ্ঞানে সহজেই জাতি আলোকিত হতে পারবে। মানবকল্যাণ সাধন হবে। তাই বঙ্গবন্ধুর শিক্ষাব্যবস্থা ছিল বিজ্ঞান মনস্ক ও আধুনিক। তার কন্যা শেখ হাসিনাও বিজ্ঞান শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। যুগউপযোগি শিক্ষাব্যবস্থা চালু করেছেন। কমলমতি শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করতে হবে। তাদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে। মেধা, বুদ্ধি ও মননের বিকাশ হলে জাতি অনেক এগিয়ে যাবে। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী ও আধুনিক গবেষক তৈরি হবে’। মঙ্গলবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট গবেষক ড. আনিচ আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।
সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে ও সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিকুল ইসলাম পারভেজের সঞ্চলনায় বক্তব্য রাখেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম. রবিউল ইসলাম। এরপর কাজী নাবিল আহমেদ প্রধান অতিথি হিসেবে যশোর কলেজের শহীদ মিনারের উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানের সভাপতি ড. কাজী আনিচ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা ও গভর্নিংবডির সদস্য রফিকুল ইসলাম।
তারপর বিকালে শহরের দড়াটানা ভৈরব চত্ত্বরে জেলা ব্যাটারি রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি কাজী নাবিল আহমেদ।
আয়োজক সংগঠনের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে খয়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষধের সদস্য জবেদ আলী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, শহর আওয়ামী লীগ নেতা শাহজাহান কবির শিপলু ও আয়োজক সংগঠনের জেলা সদস্য বনি আমিন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।