আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেটে পবিপ্রবিকে পরাজিত করে জয়ী যবিপ্রবি

আগের সংবাদ

জাবিতে ছাত্রলীগ নেতার দ্বারা ধর্ষণের বিচার নিশ্চিতে আন্দোলন চলমান

পরের সংবাদ

লালমনিরহাটের পাটগ্রামে রোহিঙ্গা নারী আটক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৪ , ৯:৪৭ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৪ , ৯:৪৭ অপরাহ্ণ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার করিডোর সীমান্ত এলাকা থেকে এক রোহিঙ্গা নারীকে গত সোমবার সকালে আটক করেছে বিজিবি। পরে দুপুরে সেই নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার সকালে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত রোহিঙ্গা নারী রমিদা (২৩) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প বালু খালির রহমতুল্লাহ মারি ক্যাম্প নং- ১৬, ব্লক- সি/১২-এর মৃত সৈয়দ কবিরের মেয়ে।
পুলিশ জানায়, কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ী মৌজার করিডোর সীমান্তের ৮১২নং পিলার হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় তাকে আটক করে বিজিবি সদস্যরা। পরে থানা হেফাজতে নিয়ে নারী ও শিশু ডেস্কের এএসআই দীপিকা দাসের সহায়তায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘ সময় সে গন্তব্যহীন ঘোরাফেরা করে। টাকার অভাবে ঠিকমতো খাবার খেতে না পারায় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। এমতাবস্তায় তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, আটককৃত নারী রোহিঙ্গাকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

ফেব্রুয়ারি ০৬, ২০২৪, at ২১:৪৩ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়