সাতক্ষীরায় দুই ঘের মালিক গুলিবিদ্ধ

আগের সংবাদ

টিকটকার নীলা হলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’

পরের সংবাদ

ঘোড়াঘাটে মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে যাওয়া হলো না দুই বন্ধুর

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৪ , ১০:১৫ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৪ , ১০:৪২ অপরাহ্ণ

দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে যাওয়া হলো না দুই বন্ধুর। পথিমধ্যে অটোভ্যান-মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হতে হলো তাদের। বিনয় চন্দ্র দাস (২২) ও জিতু মিয়া (১৬) গ্যারেজে কাজের সুবাদে তারা বন্ধু। দুজনেই কাজ করতেন ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি হাট বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে। রবিবার সন্ধ্যায় সার্ভিসের
জন্য তাদের গ্যারেজে থাকা একটি মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে মোটরসাইকেল চালিয়ে পার্শ্ববর্তী রাণীগঞ্জ বাজারে যাচ্ছিলেন দুই বন্ধু। সেই যন্ত্রাংশ কিনতে যাওয়া হলো না তাদের।

গত রবিবার রাতে উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগি হাট-রাণীগঞ্জ সড়কে চৌড়িয়া নামক স্থানে ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন এই দুই বন্ধু। নিহত বিনয় চন্দ্র দাস (২২) উপজেলার পালশা ইউনিয়নের পুড়ইল গ্রামের ভিখারি দাসের ছেলে ও জিতু মিয়া (১৬) একই ইউনিয়নের চৌড়িয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব বলেন, সন্ধ্যার পর গুরুতর আহত অবস্থায় জিতু নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা তাকে মৃত অবস্থায় পাই।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেব্রুয়ারি ০৫, ২০২৪, at ১১:৪৮ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়