জাবি ছাত্রলীগের ৭০ শতাংশের নেই ছাত্রত্ব, হল ছাড়ার নির্দেশ 

আগের সংবাদ

সাতক্ষীরায় দুই ঘের মালিক গুলিবিদ্ধ

পরের সংবাদ

হাতীবান্ধায় ভুট্টা ক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৪ , ১০:০৭ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৪ , ১০:০৭ অপরাহ্ণ
লালমনিরহাটের হাতীবান্ধায় ভুট্টা ক্ষেতে মিললো নবজাতকের মরদেহ। সোমবার সকালে উপজেলার বড়খাতা ডিগ্রী কলেজের পাশে ভুট্টা ক্ষেতে একটি ব্যাগে নবজাতকের মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।
প্রতক্ষদর্শীরা জানান, উপজেলার বড়খাতা ডিগ্রী কলেজ এলাকায় রাস্তার পাশে স্থানীয় আমেদ আলীর ভুট্টা ক্ষেতে প্লাস্টিকের একটি ব্যাগ দেখতে পান এক নারী। পরে ব্যাক খুলে দেখে এক ছেলে নবজাতকের মরদেহ। পরে স্থানীয়রা হাতীবান্ধা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেই নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধারের জন্য পুলিশকে খবর দিয়েছি। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তদন্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে এসে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রকাশের পর বিস্তারিত জানা যাবে।

ফেব্রুয়ারি ০৫, ২০২৪, at ২২:০২ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়