কৃষিখাতে বিশেষ অবদানে সম্মাননা স্মারক পেলেন পনেরো কৃষক-কৃষাণী

আগের সংবাদ

ধর্ষকদের শাস্তির দাবিতে জাবিতে মশাল মিছিল

পরের সংবাদ

যশোরে কুরিয়ার সার্ভিসে ইয়াবা নিতে এসে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪ , ১০:২৩ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৪ , ১০:২৩ অপরাহ্ণ

যশোরে এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে ৪২১০ পিচ ইয়াবা জব্দ করেছে র‌্যাব সদস্যরা। এসময় ফিরোজা খাতুন (২৮) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার দুপুরে গ্রেফতারকৃত ওই নারী ইয়াবার চালানটি কুরিয়ার থেকে ছাড়িয়ে নিতে আসলে তাকে হাতেনাতে আটক করেছেন র‍্যাব সদস্যরা। আটক ফিরোজা খাতুন যশোর শহরের রেলগেট এলাকার মৃত ওয়াসীম গাজীর স্ত্রী।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব জানান, র‍্যাবের নিকট তথ্য ছিল যে একটি চক্র দীর্ঘদিন যাবত চট্রগ্রাম ও কক্সবাজার থেকে মাদক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যশোরে এনে উচ্চমূল্যে বিক্রি করতো। এমন গোপন তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে নিউমার্কেট এলাকার এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়। এ সময় একটি কার্টুনের মধ্যে সাবানের প্যাকেটে অভিনব কায়দায় ৪ হাজার ২১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ফিরোজা খাতুনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, ফিরোজা খাতুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে অভিনব কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে তা যশোরে বিক্রি করতো।

ফেব্রুয়ারি ০৪, ২০২৪, at ২২:১৮ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়