যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী থেকে দুটি দেশিয় আগ্নেয়াস্ত্রসহ দুই জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের জালাল উদ্দিন এর ছেলে রুবেল হোসেন ও একই গ্রামের খোকন ধাবকের ছেলে ইয়াসিন।
রবিবার দুপুরে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে তাদের আটক করে যশোর র্যাব ৬ এর সদস্যরা।
যশোর র্যাব ৬ এর কোম্পানি কমান্ডর মেজর মোহাম্মাদ সাকিব হোসেন জানান, তাদের কাছে গোঁপন খবর আসে সন্ত্রাসী কার্যকলাপের জন্য কয়েকজন আগ্নেয়াস্ত্রসহ নিয়ে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে দুই যুবককে ধরা হয়। পরে তাদের শরীর তল্লাশী করে দুটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।