আসন্ন মাহে রমজানকে কেন্দ্র করে
আসন্ন মাহে রমজানকে কেন্দ্র করে অসাধু অবৈধ মজুদদার, কালোবাজারি, লোভী ব্যবসায়ীরা যেন অত্যাবশ্যকীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার মূল্য অবৈধভাবে বৃদ্ধি করতে না পারে, এই লক্ষ্যকে সামনে রেখে সমস্ত অসাধু, অবৈধ মজুমদার, কালোবাজারিদের বিরুদ্ধে জেলার প্রতিটি থানাধীন সকল বাজারে নিয়মিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার মূল্য মনিটরিং শুরু করেছে জেলা পুলিশ।
তারই ধারাবাহিকতায় শনিবার যশোর শহরের বড় বাজারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম এর নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম দুপুর দেড়টার সময় বাজার মনিটরিং করেন।
এ সময় তারা কাঁচাবাজার, মাংসের বাজার, মাছ বাজার, চাউলসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেন।
তারা ক্রেতা ও বিক্রেতা উভয়ের নিকট বাজার মূল্য যাচাই করেন, এসময় খুচরা ও পাইকারি বিক্রেতাদের অবৈধ ভাবে মজুদ করে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল না করতে নির্দেশনা দেন এবং একই সাথে এধরনের কার্যকলাপের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্ৰহণ করা হবে বলে সতর্ক করেন।
পুলিশের এই জনকল্যাণমূলক কার্যক্রমের জন্য সর্বসাধারণ পুলিশকে ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।