কেশবপুরে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্য আসর

আগের সংবাদ

কেশবপুরের বহুল আলোচিত নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির ভোট গ্রহণ স্থাগিত

পরের সংবাদ

মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রীকে জেলা প্রশাসনের সংবর্ধনা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৪ , ৯:১৫ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৪ , ৯:১৫ অপরাহ্ণ

মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। শনিবার বেলা ১২ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি জেলা পুলিশসহ জেলার সকল সরকারি অফিসের পক্ষকে থেকে জনপ্রশাসন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেয়া হয়।

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জনপ্রশাসন মন্ত্রী পৌছানোর পর জেলা প্রশাসক শামীম হাসান ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে একে একে সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানরা এসে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ফুল দেয়া শেষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রী।

বক্তব্যে তিনি বলেন, সকল সরকারি কর্মকর্তা কর্মচারির উপর অর্পিত দায়িত্ব যদি সঠিকভাবে পালন করেন, তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে। প্রতিটি দপ্তরে এমন আবহাওয়া তৈরি করতে হবে যাকে করে মানুষ আমাদের উপর আস্থা রাখে। আমাদের কাছে আগামী ৫টি বছর অত্যন্ত গুরুত্বপূর্ন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর, উন্নত ও স্মার্ট বাংলাদেশ উপহার দিতে চাই জনগনকে।

তিনি আরও বলেন, আমার কোন পার্সোনাল এজেন্ডা নেই, আমার কোন ব্যাক্তিগত স্বার্থ নেই। আমার সকল এজেন্ডা দেশের জন্য, দেশের মানুষের জন্য ও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, মুজিবনগর বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রবিউল ইসলাম, পুলিশ সুপার এস এম নাজমুল হক (বিপিএম বার, পিপিএম), জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এম এ খালেক। এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক শামীম হাসান।

এসময় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রীর সহধর্মিনি ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম। আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার সকল সরকারি দপ্তরের প্রধানরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারি কমিশনার (জে এম, ত্রান ও পুনর্বাসন শাখা) রনি খাতুন।

ফেব্রুয়ারি ০৩, ২০২৪, at ২১:০৮ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়