ভারতে পাচারকৃত ২ বাংলাদেশি নারীকে দেড় বছর পর দেশে হস্তান্তর 

আগের সংবাদ

ঘোড়াঘাটে উধাও হওয়া ট্রাক গাজীপুর থেকে উদ্ধার চালক গ্রেফতার

পরের সংবাদ

যবিপ্রবির হলে আবারও গাঁজা গাছ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৪ , ১২:৩৯ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৪ , ১২:৩৯ অপরাহ্ণ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান (শ.ম.র.) ছাত্র হলে আবারও সন্ধান মিলেছে গাজা গাছের। গত শুক্রবার শ.ম.র.হলের পিছন দিকের পশ্চিম পাশে ৭টি গাঁজা গাছ পাওয়া গেছে। এ নিয়ে তৃতীয় বারের মত গাঁজা গাছ উদ্ধার করা হলো যবিপ্রবির ক্যাম্পাস থেকে। এর আগে  গত (১৫ জানুয়ারি) ১৫টির মতো গাঁজা গাছ উদ্ধার করে প্রভোস্ট ও হল কর্তৃপক্ষের উপস্থিতিতে  দায়িত্বরত আনসার সদস্যের মাধ্যমে সেগুলো  পুড়িয়ে দেয়া হয়।
এ বিষয়ে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. আশরাফুজ্জামান জাহিদ বলেন, আমরা এখন গাছগুলো ধ্বংস করার ব্যবস্থা গ্রহণ করবো। গতমাসে গাঁজা গাছ পাওয়ার পরই মালিকে নির্দেশনা দেওয়া হয়েছিল এসব গাছ যেন কোনোভাবেই জন্মাতে না পারে। হল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
তিনি বলেন, বারবার কেনো গাঁজা গাছ জন্মাচ্ছে তার সঠিক কারণ জানেন না তিনি। পূর্বের গাঁজা গাছ উদ্ধারের পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটির প্রতিবেদন পেলে আমরা জানতে পারবো কেন গাছগুলো জন্মাচ্ছে। এছাড়াও আগামীকাল মিটিং করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়