সাতক্ষীরার দেবহাটায় ইঞ্জিনের মধ্যে লুকিয়ে রাখা ৩৪ হাজার পিস ইয়াবাসহ আটক -২

আগের সংবাদ

জাবি ছাত্রলীগ সম্পাদকের পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল

পরের সংবাদ

হানিফ ফ্লাইওভারে বাইকার নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৪ , ৭:৫২ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৪ , ৭:৫২ অপরাহ্ণ
রাজধানীর হানিফ ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় শাহিন নামে এক তরুণ বাইকার নিহত হয়েছেন এবং তার বন্ধু আজিম গুরুতর ভাবে আহত হয়েছেন।শুক্রবার সকালে  এ ঘটনা ঘটে।
নিহত শাহিনের বন্ধু শাওন বলেন, শাহীন ও আজিম সকালে বাইক নিয়ে  ঘুরতে বের হয়। হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড়  অংশে প্রাইভেটকারের ধাক্কায় দুজনেই বাইক থেকে ছিটকে পড়ে আহত হয়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা ঘোষণা করেন।
আহত আজিম বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।

ফেব্রুয়ারি ০২, ২০২৪, at ১৯:৪৮ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়