আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার হালিশহর থানাধীন উত্তর হালিশহর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে মোহাম্মদ হোসেন (৪৫) ও কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর নোয়াপাড়া গ্রামের জাফর আলীর ছেলে মজিব উল্লাহ (৩৫)। র্যাব-৬ সাতক্ষীরা শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক শুক্রবার দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা শহরতলীর মিলবাজারে র্যাব অফিসে এক প্রেস ব্রিফিং এ জানান, কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা সাতক্ষীরার শ্যামনগর ও দেবহাটায় এনে বিক্রি করা হবে এমন খবর পেয়ে গত বৃহষ্পতিবার সন্ধ্যার পর র্যাব সদস্যরা দেবহাটার পারুলিয়া বাসস্টান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় শ্যামনগরের দিক থেকে আসা একটি ট্রাককে-চট্টগ্রাম মেট্রো-ট-১১-০৯৭৫ ধাওয়া করেন। ট্রাকটি আশাশুনির বদরতলার দিকে দ্রুত বেগে চলে যাওয়ার সময় ধাওয়া করে দিবাগত রাত দেড়টার দিকে তাদেরকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে রাত আড়াইটার দিকে ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় ট্রাকসহ তাদের কাছে থাকা দুটি মোবাইল সেট ও নগদ ২৮ হাজার ৯১২ টাকা জব্দ করা হয়। আটককৃত ইয়াবার দাম এক কোটি এক লাখ ৫০ হাজার টাকা।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুর রহমান জানান, এ ব্যাপারে র্যাব এর পক্ষ থেকে দুইজন মাদক পাচারকারির নাম উল্লেখ করে শুক্রবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।