যশোরে বিপ্লবি কমিউনিস্ট পার্টির সদস্য পরিচয় দিয়ে বিচারককে উড়োচিঠি পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছিলেন এক আইনজীবী। সেই চিঠিতে লেখা হয়েছিলো ধর্ষণ মামলায় আটক তিন আসামিকে জামিন না দিলে বিচারকের জীবন শেষ করে দেয়া হবে। ওই চিঠি বিচারকের কাছে পৌছালেই শুরু হয় তোলপাড়। এক পর্যায়ে ডিবির জালে ধরা পড়েছে সেই আইনজীবী নব কুমার কুন্ডু। শুধুই তিনিই নন, যিনি ওই চিঠি লিখেছিলেন এবং যিনি পোস্ট করেছিলেন তাদেরকেও আটক করেছেন ডিবির এসআই মফিজুল ইসলাম।
ডিবি পুলিশ জানায়, গত মঙ্গলবার বিচারককে হুমকি দিয়ে উড়োচিঠি পাঠানো হয়। পরে বিষয়টি নিয়ে তারা কাজ শুরু করেন। এক পর্যায়ে পোস্ট অফিসের সিসি ফুটেজ পর্যালোচনা করে প্রথমে তারা রুবেল নামে আইনজীবীর সহকারীকে শনাক্ত করেন। বৃহস্পতিবার সকালে তাকে শহরের ঈদগাহমোড় থেকে আটক করা হয়। আটকের পর তিনি জানান, ওই চিঠি পোস্ট করতে তাকে দিয়েছিলেন অ্যাড. নব কুমার কুন্ডু। এরপর জজকোর্টমোড় থেকে আটক করা হয় এ ঘটনার মুল হোতা অ্যাড. নব কুমার কুন্ডুকে। পরে তিনি গোটা বিষয়টি স্বীকার করেন। এরপর যে কম্পিটারের দোকান থেকে চিঠিটি টাইপ করা হয়েছিলো, ঈদগাহমোড়ের সেই দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকেই মিহির কুমার সাহাকে আটক করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।