যশোরে এক শিক্ষানবীশ মহিলা আইনজীবিকে হত্যা চেষ্ঠার অভিযোগে মামলা করা হয়েছে। এ ঘটনায় ৩১শে জানুয়ারী বুধবার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালতে মামলা হয়েছে। মামলা নং সি আর ২৬৮/২৪।
গত ২৮শে জানুয়ারী রবিবার জুলিয়া হোসেন নামের এক শিক্ষানবীশ মহিলা আইনজীবি তার বোনের নাতী সংক্রান্ত এক মামলার খোঁজখবর নিতে আদালতে গেলে, যশোর সদর উপজেলার দেয়ারা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন সবুজ ও কিসমত নোয়াপাড়া এলাকার শফিউল আলম তোতার ছেলে আল আমিন ইবনে প্রত্যাশা দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখায় ও এলোপাথারি মারধর করে মারাত্মক আহত করে তার সাথে থাকা দুই ভরি ওজনের স্বর্ণলংকার ও ব্যাগে থাকা পঞ্চাশ হাজার টাকা লুট করে নিয়ে নেয়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারি দুজন পালিয়ে যায়। উপস্থিত জনতা আইনজীবিকে আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জানা যায়, ইমরান হোসেন সবুজ ও আল আমিন ইবনে প্রত্যাশা সম্পর্কে ইমরানের ছোট বোন জামাই। প্রত্যাশা এলাকায় মাদকসেবী বখাটে হিসেবে বেশ পরিচিত। তারা দুজন অদৃশ্য শক্তির দাপট দেখিয়ে বিভিন্ন অপরাধ করলেও ধরা ছোয়ার বাইরে থাকে।
আইনজীবি এড. জুলিয়া হোসেন বলেন, আমার বোনের নাতির এক মামলা সংক্রান্ত বিষয়ে আদালতে গেলে তারা আমার উপর আতর্কিত হামলা করে। আমার গলায় থাকা দুই ভরি ওজনের স্বর্ণলংকার ও ব্যাগে থাকা পঞ্চাশ হাজার টাকা চাকু দেখিয়ে ছিনতাই করে। আমি বাধা দিলে তারা আমাকে মারধর করে আহত করে। এ ঘটনায় সঠিক বিচার দাবি করেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।