সাতক্ষীরায় শীতার্ত মানুষের মাঝে একটু হাসি ফুটাতে শহরের মোড়ে মোড়ে কম্বল বিতরণ করছেন জেলা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী।
মঙ্গলবার রাত ৯টার সময় শহরের শীতার্ত শিশু, পথচারী বৃদ্ধ ও বৃদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন। খুলনা রোড় মোড়, সঙ্গীতা মোড়, হাটের মোড়, মেডিকেল কলেজ মোড়ে এসব কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, ট্রাফিকের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার, সদর থানা ওসি মহিদুল ইসলামসহ অনান্য পুলিশ সদস্যবৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।