কুষ্টিয়ার দৌলতপুরে বালতির পানিতে মুখ থুবড়ে পড়ে রাহিম হোসেন নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ পারটেক্সপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু রাহিম হোসেন মঙ্গলবার বিকাল ৪টার দিকে তাদের বাড়ির টিউবওয়েলের পাশে থাকা বালতির পানিতে খেলা করছিল। পরিবারের লোকজন তাকে খেয়াল না করায় শিশুটি বালতি ভর্তি পানিতে মুখ থুবড়ে পড়ে যায়।
বালতির নিচের দিকে মাথা পড়ায় কোনো সাড়াশব্দও করতে পারেনি শিশুটি। একপর্যায়ে পরিবারের লোকজন ঘটনাটি টের পেয়ে সঙ্গে সঙ্গে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশু রাহিম হোসেন উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ পারটেক্সপাড়া এলাকার আলেক মণ্ডলের ছেলে। সে তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল। রাহিমের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।