যশোর বোর্ডে দুই বছরে ঝরে গেলো ৪৪ হাজার ৫২২ শিক্ষার্থী

আগের সংবাদ

সাতক্ষীরায় ডা. মোখলেছুর নিখোঁজের ঘটনায় সাবেক ওসি ও এসআই’র বিরুদ্ধে সমন জারির নির্দেশ

পরের সংবাদ

আবারো শুল্ক গোয়েন্দার অভিযানে পাসপোর্ট যাত্রীর কাছ থেকে বিপুল পরিমান ডলার জব্দ

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪ , ১০:৫৪ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ৩০, ২০২৪ , ১০:৫৪ অপরাহ্ণ

বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে ভারত থেকে আসা নাসরিন আক্তার নামে এক মহিলা পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৭৬ হাজার ৪০০ আমেরিকান ডলার জব্দ করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা। মঙ্গলবার সকাল ১২ টার সময় তাকে আটক করা। সে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।

শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক শায়েক আরেফিন জায়েদি জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে এক বাংলাদেশি মহিলা পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসে ভিতর অবস্থান করেন। পরে যাত্রী মহিলাটি ইমিগ্রেশনে আসলে সাময়িক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে উদ্ধার করা হয় আমেরিকান ডলার গুলো। তার পাসপোর্ট নং-অ১১৩২২২২০। যার আনুমানিক বাজার মূল্য ৮৫ লক্ষ টাকা। উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জানুয়ারি ৩০, ২০২৪, at ২২:৫০ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়