যশোর থেকে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হওয়ার জন্য অর্ধডজন নারীনেত্রী দৌঁড়-ঝাপ শুরু করেছেন। দলীয় হাইকমান্ডের নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। ত্যাগের মূল্যায়ন পেতে তুলে ধরছেন ব্যক্তিগত ক্যারিয়ার। দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করার জন্য সব ধরণের প্রচেষ্টা চালাচ্ছেন।
জানা গেছে, সাধারণত দুটি জেলা মিলিয়ে একজনকে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য করা হয়। সেই হিসেবে গতদিনে যশোর-সাতক্ষীরা, যশোর-মাগুরা ও যশোর-ঝিনাইদহ থেকে একজনকে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য করা হয়েছিল। পূর্বের রেকর্ড অনুযায়ী এবারো আওয়ামী লীগ সভানেত্রী যশোরের সাথে পাশর্^বতী কোন জেলাকে নিয়ে একজন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নির্ধারণ করবেন। মহিলা সংসদ সদস্য হওয়ার দৌঁড়ে যশোরে সাতজন প্রার্থীর নাম জরেশরে শোনা যাচ্ছে।
তারা হলেন, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ আব্দুর রাকিবের সহধর্মিনী আলেয়া আফরোজ, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতির মেয়ে বীর মুক্তিযোদ্ধা রওশন জাহান সাথী, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য হাজেরা পারভীন, জেলা মহিলালীগের সভাপতি লাইজুজ্জামান, জেলা যুবমহিলালীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের সহধর্মিনী ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসরিন সুলতানা খুশি, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া।
হাজেরা পারভীন বলেন, ‘কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজে ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে রাজনীতিতে আমার যাত্রা। জেলা কৃষকলীগের মহিলা সম্পাদকা ও জেলা মহিলালীগের সদস্য ছিলাম। যশোর জেলা পরিষদের নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ছিলাম। দল যখন বিরোধীদলে ছিলো সেই সময়ে রাজপথে জেলা মহিলালীগের প্রায়ত সভাপতি নূর জাহান ইসলাম নীরার নেতৃত্বে অগ্রনী ভূমিকা পালন করেছি। আমার বায়োডাটা দলীয় হাইকমান্ডের কাছে। দল আমাকে মূল্যায়িত করলে আমি সম্মানিত হবো। আমি তৃনমূলের মানুষকে নিয়ে যশোর অঞ্চলে আওয়ামী লীগের শক্ত দূর্গ গড়ে তুলবো’।
যশোর জেলা যুবমহিলালীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী বলেন, ‘আমি দলের দুর্দিনের আমল থেকে রাজপথে আছি ও থাকবো। মহিলা মেম্বার ও মহিলা ভাইস চেয়ারম্যান ছিলাম। সফলভাবে দায়িত্ব পালন করেছি। তৃনমূলের সাথে আমার ভাল যোগাযোগ রয়েছে। দল আমাকে মূল্যায়ন করলে আমি মানুষের কল্যাণে কাজ করবো। দলের পুরানো নেতাকর্মীদের রাজপথে সবর করবো’।
নাসিমা সুলতানা মহুয়া বলেন, ‘দল আমাকে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য করলে আমি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শেখ হাসিনার উন্নয়ন যাত্রায় অংশগ্রহণ করবো। দলের নবীন-প্রবীনদের সমন্বয়ে আওয়ামী লীগের দূর্গ শক্তিশালী করার জন্য কাজ করবো। আমার সব সময় চিন্তা-চেতনা থাকবে দলীয় নেতাকর্মীদের প্রাধান্য দেয়া। সুখে-দুঃখে পাশে থাকা’।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।