প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৪ , ৭:০৬ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৮, ২০২৪ , ৭:০৬ অপরাহ্ণ
দেবহাটার সখিপুরে প্রীতি মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় সখিপুর সরকারী কেবিএ কলেজ মাঠে আশার আলো সংস্থার ব্যবস্থাপনায় এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলায় রাজশাহী বিভাগের নর্থ বেঙ্গল মহিলা ফুটবল দল বনাম সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দল খেলায় অংশ নেন। অনুষ্ঠানে আশার আলো সংস্থার উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে মোবাইল ফোন কনফারান্সে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মনি), দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক।
অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, সখিপুর সরকারী কেবিএ কলেজের শিক্ষক আবু তালেব, আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, সখিপুর উদায়ন সংঘের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউপি সদস্য নুর মোহাম্মাদ, সাবেক ইউপি সদস্য আকবর আলী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় রাজশাহী বিভাগের নর্থ বেঙ্গল মহিলা ফুটবল একাদশের খেলোয়ার পপি ২ গোলে প্রদান করে। বিপরীতে সাতক্ষীরা মহিলা একাদশ ০ গোলে পরাজিত হয়।
জানুয়ারি ২৮, ২০২৪, at ১৮:৪৯ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।