সুরতজান মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭৫-২০২৩ ব্যাচের পুনর্মিলনী উৎসব পালিত

আগের সংবাদ

বিশেষ কমিটির মাধ্যমে পোড়ানো হচ্ছে যশোর জেনারেল হাসপাতালের কনডমেশনের মালামাল

পরের সংবাদ

ক্ষুদ্ধু শিক্ষার্থীরা

মাভাবিপ্রবির হল ও প্রশাসনিক ভবনে তালা     

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৪ , ১২:৪৫ পূর্বাহ্ণ আপডেট: জানুয়ারি ২৮, ২০২৪ , ১২:৪৬ পূর্বাহ্ণ

মাভাবিপ্রবির দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন সমস্যার সামাধান না হওয়ার তিনটি হল ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে সেখানে অবস্থান করছে সাধারণ শিক্ষার্থী। বিভিন্ন সময় তাদের সমস্যার কথা জানানো হলেও এখন অব্দি প্রশাসন তাদের সমস্যা নিরশন করতে পারেনি। ফলে শনিবার (২৭ জানুয়ারি) শেখ রাসেল হলে আনুমানিক দুপুর ৩টা নাগাদ হলের প্রভোস্ট স্যারকে অবরুদ্ধ করে হলের বাহির থেকে তালা বন্ধ করে রাখা হয়। পরবর্তীতে বাকী দুই হল যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিব হল এবং জননেতা মান্নান হলে বাহির থেকে তালা বন্ধ করে দেয় শিক্ষার্থীরা।

পরবর্তীতে প্রশাসনিক ভবনে ভিসি স্যারের সাথে আলোচনা করে সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু এতেও তাদের সমস্যার সমাধান না হওয়ায় প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে ভিসি স্যারকে অবরুদ্ধ করা হয়।

বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় যে, শেখ রাসেল হলের ডাইনিং ও ইন্টারনেট ব্যবস্থা চালু, হলে কম পরিচ্ছন্ন কর্মী লোক সহ আরো বিভিন্ন সমস্যার কথা জানান তারা।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব হলে টোকেন সকল সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা, গ্যারেজ ব্যবস্থা চালু করা,ওয়াসরুম পরিস্কার ছাড়াও আরো বিভিন্ন সমস্যার কথা জানান শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়