যশোর শহরের লালদিঘি পাড়ে ব্রাদার টিটোস হোমে শীতকালীন পিঠা উৎসব হয়েছে। শনিবার দুপুরে স্কুল আঙিনায় ছিল এই আয়োজন। শিক্ষার্থী ও অভিভাবকেরা তাদের নিজ হাতে তৈরি পিঠা নিয়ে উৎসবে হাজির হন। ১৫টি স্টলে পিঠা বিক্রি করা হয়।
উৎসবে চিতই, পাকান, ভাপা, সুজি পিঠা, ডিম পিঠা, ঝুলিয়া, টেবুয়া, হালুয়াসহ রকমারি পিঠার সমাহার ছিল।
উৎসবের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের প্রত্যেককে একটি করে বই উপহার দেন ব্রাদার টিটোস হোমের অধ্যক্ষ আলী আজম টিটো ও যশোরের কাগজের যুগ্ম সম্পাদক সালমান হাসান রাজিব
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।