প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৪ , ৭:১৩ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৭, ২০২৪ , ৭:১৫ অপরাহ্ণ
যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করার পর থেকেই নানা শ্রেণি পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। শুক্রবার রাতে এমপির যশোরস্থ বাসভবনে মণিরামপুর কল্যাণ সমিতি-যশোর এর নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. এ এইচ এম আব্দুর রউফ, সহ-সভাপতি জয়নাল আবেদীন, এস এম শামসুর রহমান, ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল গণি, যুগ্ম সাধারণ সম্পাদক আবু শাহিন, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান লাভলু, সাংস্কৃতিক সম্পাদক শুভঙ্কর গুপ্ত, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. দীপক কুমার মন্ডল, ক্রীড়া সম্পাদক এস এম খবিবুল ইসলাম, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আতিয়ার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী মণিরামপুর কল্যাণ সমিতি-যশোর এর সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানুয়ারি ২৭, ২০২৪, at ১৯:১২ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।