বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন, পদের অন্তরালে অবৈধ সুবিধা! 

আগের সংবাদ

পেছানো হবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালগুলোর ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ 

পরের সংবাদ

যশোর জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের দু’দিনের অনুষ্ঠানের উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৪ , ১০:৫০ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৬, ২০২৪ , ১০:৫০ অপরাহ্ণ

‘নবীন প্রবীন এক প্রাণ’ এ স্লোগানে যশোরে সাড়ম্বরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের দু’দিনব্যাপী বিদ্যালয়ের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। শুক্রবার বিকেল ৪টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে পুনর্মিলনী উৎসবের উদ্বোধন করেন, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

এরপর শুরু হয় প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণ। এসময় সাবেক ছাত্ররা তাদের স্কুল জীবনের আবেগময় স্মৃতিচারণ করেন। সন্ধ্যায় শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় চত্বর থেকে শুরু হবে উৎসবের র‌্যালি। এদিন সন্ধ্যায় বিখ্যাত ব্যান্ডশিল্পী সাফিন আহমেদ সংগীত পরিবেশন করবেন। এ আয়োজনে স্কুলের বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।

জানুয়ারি ২৬, ২০২৪, at ২২:৪৮ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়