যশোরে পুলিশের বাঁধাকে উপেক্ষা করে কালো পতাকা মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি এ মিছিলের আয়োজন করে।
মিছিলটি দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে যখন শহরের হোটেল হাসান ইন্টারন্যাশনালের সামনে গেলে পুলিশ বাঁধা দেয়। এসময় পুলিশের বাঁধা উপেক্ষা করে স্লোগান দিয়ে মিছিল নিয়ে অগ্রসর হয় বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের মাইকপট্টি, চৌরাস্তা ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শুক্রবার দুপুর ২টার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে এ মিছিল বের হয়েছিলো।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, এ সরকারের হাতে যেমন গণতন্ত্র নিরাপদ নয়, তেমন জনগণের জানমালেরও নিরাপত্তা নেই। তাদের হাতে দেশের স্বাধীনতাও নিরাপদ নয়।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা টিএস আইয়ুবসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।