যশোরে বন্ধুকে বাঁচাতে যেয়ে সঙ্গবদ্ধ ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক খুন

আগের সংবাদ

নড়াইলে দেশি বিলের পুঁটি শুঁটকিতে ভীম কুমারের স্বপ্ন পূরণ 

পরের সংবাদ

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৪ , ৭:৫৮ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৬, ২০২৪ , ৯:৪৩ অপরাহ্ণ
বিশ্বের ১৮২টি দেশের মতো নানা আয়োজনে দেশের বেনাপোল কাস্টমস হাউসে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৪  উদযাপিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটি উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথী জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন)  মিজ ফারজানা আফরোজ।
বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিমের সভাপতিত্বে পরে সকাল ১১ টায় কাস্টমস হাউজ অডোটিরিয়ামে শুরু হয় সেমিনার ও আলোচনা সভা। সেখানে  কাস্টমস কর্মকর্তা-কর্মচারী, সিঅ্যান্ডএফ সদস্য, আমদানিকারকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ২০৪০ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। এজন্য দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস কর্মকর্তাকে যথেষ্ট আন্তরিক হয়ে কাজ করতে আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার কামরুজ্জামান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, সঞ্চালক হিসাবে ছিলেন যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন। বক্তব্য রাখেন, যুগ্ম কমিশনার হাফিজুল ইসলাম, ডেপুটি কমিশনার ছৈয়দুল আলম, প্রভাত কুমার সিংহ, রবীন্দ্র সিংহ, রাফেজা সুলতানা প্রমুখ।

জানুয়ারি ২৬, ২০২৪, at ১৯:১৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়