সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে সীমানা পিলারসহ ২ জন আটক 

আগের সংবাদ

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন

পরের সংবাদ

যশোরে বন্ধুকে বাঁচাতে যেয়ে সঙ্গবদ্ধ ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৪ , ৭:৩৯ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৬, ২০২৪ , ৮:৫৬ অপরাহ্ণ

যশোরে বন্ধুকে বাঁচাতে যেয়ে সঙ্গবদ্ধ ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সোলেমান হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় তার বন্ধু জসিম হোসেন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শহরের টিবি ক্লিনিক মোড়ে ঘটনাটি ঘটে। মৃত সোলেমান ওই এলাকার আব্দুল হকের ছেলে। আহত যুবক জসীম হোসেন (২৭) জানান, তার কাছে ১৮ হাজার টাকা ছিলো। কিন্তু একই এলাকার আরাফাত ও মেহেদীসহ কয়েকজন তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাঁধা দিতে গেলে মারপিট শুরু করে। এসময় সোলেমান ঠেকাতে আসলে আমাদের দু’জনকেই ছুরি মেরে পালিয়ে যায় তারা।

নিহতের শ্যালক মোহাম্মদ আলী জানান, কয়েকজন মিলে সোলেমান ও জসিমকে মারপিট করছিলো। আমি ঠেকাতে গেলে আমাকেও ছুরি নিয়ে তাড়া করে। পরে এসে দেখি দু’জনের অবস্থাই খারাপ। সাথে সাথে হাসপাতালে নিয়ে আসি।

নিহতের মা শিউলি বেগম জানান, সোলেমান শহরের জেস টাওয়ারের একটি দোকানের ব্যবস্থাপক হিসেবে কাজ করতো। শুক্রবার ছুটির দিন সন্ধ্যারদিকে চা খেতে বাসা থেকে বের হয়। এরপর তার ছুরিকাঘাতের কথা শুনতে পারি।

যশোর সদর হাসপাতালের চিকিৎসক আলী হাসান জানান, নিহতের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হতে পারে।

যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আমরা ইতিমধ্যে কিছু ক্লু পেয়েছি। সেগুলো নিয়ে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। দোষীরা গ্রেফতার হলে হত্যাকান্ডের প্রকৃত রহস্য উন্মোচন হবে।

জানুয়ারি ২৬, ২০২৪, at ১৯:১৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়