শিক্ষক আব্দুল মালেক হত্যা মামলায় আরবপুরের রাব্বি আটক

আগের সংবাদ

যশোরে বন্ধুকে বাঁচাতে যেয়ে সঙ্গবদ্ধ ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক খুন

পরের সংবাদ

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে সীমানা পিলারসহ ২ জন আটক 

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৪ , ৬:২১ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৬, ২০২৪ , ৬:২১ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কথিত সীমানা পিলারসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন আশাশুনির গোয়ালডাঙ্গা গ্রামের মৃত আফছার সানার ছেলে জিয়ারুল ইসলাম (৪৫) এবং একই উপজেলার কচুয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে শাহজামান সানা (৪০)।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় সাতক্ষীরার আশাশুনি থানার গোয়ালডাঙ্গা গ্রামের জিয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে উক্ত কথিত সীমানা পিলার উদ্ধার করা হয়।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ অফিস জানায়, সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ এর নেতৃত্বে এসআই পিন্টু লাল দাস, এএসআই আবু সুফিয়ান সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় আশাশুনি থানার মামলা হয়েছে। মামলা নং-১৫, তারিখ- ২৬/০১/২০২৪ ইং, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ই(১)(অ)/২৫-উ।

জানুয়ারি ২৬, ২০২৪, at ১৮:১৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়