শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াল জাগরণী চক্র ফাউন্ডেশন

আগের সংবাদ

শিক্ষক আব্দুল মালেক হত্যা মামলায় আরবপুরের রাব্বি আটক

পরের সংবাদ

এমপি আশরাফুজ্জামান আশু

সাতক্ষীরার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনিয়ম-দুর্নীতির শেকড় উচ্ছেদ করা হবে

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৪ , ১০:০৯ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৫, ২০২৪ , ১০:০৯ অপরাহ্ণ

নবনির্বাচিত সাতক্ষীরা সদরে আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু বলেছেন, সাতক্ষীরার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনিয়ম-দুর্নীতর শেকড় উচ্ছেদ করা হবে। কোন দুর্নীতিবাজ কর্মকর্তার ঠাঁই সাতক্ষীরার মাটিতে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানকে পুঁজি করে যে সমস্ত কর্মকর্তা ইতোপূর্বে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটিপতি হয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কোন ধরনের অবৈধ আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন থেকে শতভাগ দুর্নীতিমুক্ত পরিবেশে শিক্ষাপ্রতিষ্ঠানে জনবল নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের ভবনের জন্য কাউকে একটি টাকা দেওয়া লাগবে না।

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার স্মার্ট শিক্ষাপ্রতিষ্ঠান ডিবি ইউনাইটেড হাইস্কুল ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে নির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় দুটির ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, স্মার্ট ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমাদুল ইসলাম, সহকারী শিক্ষক নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, ডিবি ইউনাইটেড স্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, আকলিমা খাতুন, মহসীন উদ্দীন, মুকুল হোসেন, রেহেনা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ফয়জুল হক, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া ও আল-মামুন প্রমুখ।

এরআগে সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক গাজীর নেতৃত্বে অন্যান্য শিক্ষকরা সাতক্ষীরা সদর এমপি মোহাম্মদ আশরাফুজ্জামান আশুকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে সাতক্ষীরা সদর এমপি আশরাফুজ্জামান আশুর হস্তক্ষেপ কামনা করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্মার্ট ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মুকুল হোসেন।

জানুয়ারি ২৫, ২০২৪, at ২২:০৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়