ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষেকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল জাগরণী চক্র ফাউন্ডেশন।
তারই ধারাবাহিকতায় গত বুধবার ২৪ জানুয়ারি রাতে শহরের রেল স্টেশন, যশোর জেনারেল হাসপাতাল ও দড়াটানাসহ শহরের বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে। এসময় বিভিন্ন শ্রেণী পশার মানুষের মাঝে ১’শ পিচ কম্বল বিতরণ করা হয়। ইতিমধ্যে কর্ম এলাকার ১১টি জেলার অসহায় ও দুস্থদের মাঝে পাঁচ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
যশোর জেলায় শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, সংস্থা কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য মবিনুল ইসলাম মবিন ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। দেশের ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করণ সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরী কর্তৃপক্ষকে পাঁচশতটি শীতবস্ত্র প্রদান করা হয়েছে অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা লক্ষ্যে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।