কালীগঞ্জে বই বের করতে দেরি হওয়ায় শিশু শিক্ষার্থীর চুল উপড়ে দিলেন শিক্ষক

আগের সংবাদ

শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াল জাগরণী চক্র ফাউন্ডেশন

পরের সংবাদ

সুন্দরবনে নদীতে ৯ টি মাছ বিক্রি হলো ২ লাখ ৯১ হাজার টাকায়

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৪ , ৯:০১ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৫, ২০২৪ , ৯:২২ অপরাহ্ণ
সাতক্ষীরা রেঞ্জর পশ্চিম সুন্দরবনের নদীতে ধরা পড়া ৪টি লাউভোল মাছ, ৩টি সোনাভোল ও ৫টি মেদ মাছ ২ লাখ ৯১ হাজার টাকায় বিক্রি হয়েছে। বুধবার বিকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি এলাকার বিবিখালী ও মায়টার খাল থেকে জেলেদের জালে মাছগুলো ধরা পড়ে।
বৃহস্পতিবার সকালে সুন্দরবন থেকে সাতক্ষীরার গাবুরায় মাছগুলো নিয়ে আসেন জেলেরা। পরে নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী মুসা গাজী মাছগুলো কিনে নেন।
জেলেরা জানায়, চলতি মাসে বন বিভাগ থেকে পাশ নিয়ে সুন্দরবনে নদীতে মাছ ধরতে যান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের তিন জেলে নজরুল কয়াল, সালাম তরফদার ও হাফিজুর রহমান। তাদের জালেই ধরা পড়ে মাছগুলো।
মাছের ক্রেতা বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি মৎস্য আড়ৎ এর রোহান ফিস এর মালিক মুসা গাজী জানান, সুন্দরবনে যে কয় প্রজাতির মাছ পাওয়া যায় তার মধ্যে জাভা ও ভোল মাছ অনেক দামে বিক্রি করা যায়। এই মাছ খুব দামি, বিদেশে রফতানি হয়। চীনে এই মাছের চাহিদা অনেক। তারা এই মাছ দিয়ে স্যুপ তৈরি করে। আবার অপারেশনের সুতা তৈরিতেও এই মাছের ফুলকি ব্যবহার হয় বলে শুনেছি। এছাড়া মেদ মাছও ভালো দামে বিক্রি হয়।

জানুয়ারি ২৫, ২০২৪, at ২০:২৮ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়