প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪ , ৫:১৬ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৪, ২০২৪ , ৫:১৬ অপরাহ্ণ
ভোলায় দেশীয় লোহার তৈরী সচল দুইটি পাইপগান ও ১৫টি ১২ বোর লিডবল (শিশা) কার্তুজসহ আব্বাস (৩০), রুবেল (২৮) ও মিরাজ (৩০) নামের তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার দুপুরের দিকে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কোড়ালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
ভোলা জেলা ডিবি পুলিশের ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কোড়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় আব্বাস, রুবেল, ও মিরাজ নামের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি পাইপগান ও ১৫টি ১২ বোর লিডবল (শিশা) কার্তুজউদ্ধার করা হয়।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুপুরের দিকে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
জানুয়ারি ২৪, ২০২৪, at ১৭:০৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।