এইচএসসি মেধা তালিকায় যশোর বোর্ডের ২য় এম এম কলেজের সুরাইয়া

আগের সংবাদ

ভোলায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ যুবক আটক

পরের সংবাদ

যশোরে দাউদ পাবলিকের স্কুল বাসে আগুন

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৪ , ১০:১৯ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৩, ২০২৪ , ১০:১৯ অপরাহ্ণ

যশোরের দাউদ পাবলিক স্কুলের একটি বাসে আগুন ধরার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আটটার দিকে শহরের বকচর এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) পলাশ কুমার জানান, বাসটি টার্মিনাল এলাকার একটি সার্ভিসিং সেন্টার থেকে মেরামত করে মণিহারের দিকে যাচ্ছিল। চলন্ত অবস্থায় হেলপার ও ড্রাইভার বাসে আগুন জ্বলতে দেখেন। পরে বাস থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এ আগুনের সূত্রপাত। তবে, এর নেপথ্যে অন্য কিছু আছে কিনা সে বিষয়টিও তারা খতিয়ে দেখছেন।

জানুয়ারি ২৩, ২০২৪, at ২২:১৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়