মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

আগের সংবাদ

লোহাগড়ার নিখোঁজ পল্লী চিকিৎসক নাজিম ৪ দিন পর আলফাডাঙ্গা থেকে উদ্ধার

পরের সংবাদ

চৌগাছায় দুই চাউল ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৪ , ৮:৪৮ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৩, ২০২৪ , ৮:৪৮ অপরাহ্ণ

যশোরের চৌগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই চাউল ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার  বিকালে সহকারী কমিশনার (ভূ‚মি) গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে চৌগাছা পৌর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই চাউল ব্যবসায়ীকে এই জরিমানা করা হয়।

এ সময় পাঁচনামনা গ্রামের মোহাম্মদ আব্দুল রাজ্জাকের ছেলে চাউল ব্যাবসায়ী মোহাম্মদ মিলন হোসেনকে ৫ হাজার টাকা ও চৌগাছা বিশ্বাস পাড়া গ্রামের মোহাম্মদ মোজাহার উদ্দিনের ছেলে চাউল ব্যাবসায়ী মোহাম্মদ মাজেদুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাতেমা সুলতানা ও চৌগাছা থানার উপপরিদর্শক এস আই রনি।সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩/৬ ধারায় এই জরিমানা আদায় করা হয়।

জানুয়ারি ২৩, ২০২৪, at ২০:৪০ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়