উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত আ. লীগের

আগের সংবাদ

বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা

পরের সংবাদ

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৪ , ৯:১৪ পূর্বাহ্ণ আপডেট: জানুয়ারি ২৩, ২০২৪ , ৮:২০ অপরাহ্ণ

বেনাপোল সীমান্ত দিয়ে গরু চোরাচালানীকে কেন্দ্র করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে রইস উদ্দীন নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নিহত হয়েছে। তিনি যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত ধাণ্যখোলা জেলেপাড়া বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

সোমবার ভোর ৫ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও অদ্যবধি নিহতের লাশ দেশে না ফেরায় এলাকাবাসী হতাশ হয়েছেন। এ নিয়ে বেনাপোল সীমান্তে টানটান উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কের মধ্যে রয়েছে সীমান্তবাসী। তবে, এ মর্মান্তিক ঘটনার বিষয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্ত পরিদর্শন করেছেন। দু’দেশের বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ও বিএসএফকে সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদলিপি প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল জামিল হোসেন। এর সঙ্গে দ্রুত বিজিবি জওয়ানের মৃতদেহ বাংলাদেশে ফেরত আনার বিষয়ে সর্ব পর্যায়ের যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রয়েছে বলে তিনি এক প্রেসলিস্ট দিয়ে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।

তিনি আরো জানান, ২২ জানুয়ারি ২০২৪, আনুমানিক ভোর সাড়ে পাঁচটার দিকে ৪৯ যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ্য ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারীদের সীমান্ত অতিক্রম করে এগিয়ে আসতে দেখে দ্বায়িত্বরত বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এসময় তারা দৌঁড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইস উদ্দীন চোরাকারবারীদের পিছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে জানা যায় সে বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে দু’দেশের বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক করা হয় এবং জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উক্ত সৈনিক মৃত্যুবরণ করেছে।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদলিপি প্রেরণ করা হয়েছে। একইসাথে দ্রুত বিজিবি জওয়ার রইস উদ্দীনের মৃতদেহ বাংলাদেশে ফেরত আনার বিষয়ে সর্ব পর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সীমান্তের সুত্রগুলো জানায়, একদল চোরাচালানীরা সোমবার ভোরে ভারতের সুঠের মাঠ সীমান্ত পথে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। এসময় বিজিবি সদস্য রইস উদ্দীন গতিরোধ করার চেষ্টা করলে চোরাকারবারিরা গরু ফেলে ভারতের দিকে ঢোকার চেষ্টা করে। এতে সুঠে ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭ রাউন্ড গুলি চালালে দুই চোরাকারবারী ভারতের অংশে আহত হয়। এসময় বিজিবি সদস্যরা বাংলাদেশ অংশে প্রবেশ করা গরু উদ্ধার করতে গেলে রইস উদ্দীন নামের বিজিবি সদস্যকে ধরে তাদের ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে তাকে শারিরীক নির্যাতন চালিয়ে গুলি করে হত্যা করে।

ঘিবা গ্রামের আব্দুল বারি জানান, তিনি ভোর রাতে পর-পর ৭ রাউন্ড গুলির শব্দ পায়। পরে লোক মুখে শুনতে পায়, এক বিজিবি সদস্যকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে। এটি খুবই দুঃখজনক ঘটনা। সীমান্তবাসী করিম জানান, প্রায়ই এ সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি হত্যা ও ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এতে করে আমাদের আতঙ্কে থাকতে হয়।

জানুয়ারি ২৩, ২০২৪, at ২০:১৯ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়