যশোরে কয়েক ঘন্টার ব্যবধানে পৃথক ছুরিকাঘাতে দু’জনের মৃত্যু হয়েছে ও একজন আহত হয়েছে। শনিবার সকালে ঝিকরগাছায়, একইদিন দিবাগত রাতে শহরের ছোট শেখহাটি এলাকায় ও শহরের ষষ্ঠিতলা পাড়া বসন্তকুমার সড়কে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত দু’জনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে এবং একজন চিকিৎসাধীন রয়েছে।
নিহত ও আহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের শাহাদত মোল্লার ছেলে তৌফিক আহমেদ (২৭), শহরতলী ছোট শেখহাটি এলাকার রফিকুল ইসলাম মনুর ছেলে রিপন হোসেন দিপু (৩০) ও ষষ্ঠিতলা পাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে আরাফাত হোসেন সামী (১৮)।
সূত্র জানায়, ছোট শেখহাটি গ্রামের দিপু এলাকার ইমরান, আসাদুল ও তপুর সাথে মাংস বিক্রির কাজ করতেন। বেশ কিছুদিন আগে দিপুর কাছ থেকে তারা ১ হাজার টাকা ধার করেন। শুক্রবার সকালে দিপু তাদের কাছে পাওনা টাকা চাইতে গেলে তারা টাকা দিতে অস্বীকার করে। এ সময় তাদের সাথে দিপুর কথাকাটাকাটি হয়। শনিবার দিবাগত রাত ৩ টায় অজ্ঞাত ৫/৬ জন দিপুর বাড়িতে হামলা করে তাকে ছুরিকাঘাতে জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩ টায় তার মৃত্যু হয়।
অপরদিকে, ঝিকরগাছা পৌর সদরে শনিবার সকালে তৌফিক আহমেদ (২৩) নামের এক যুবক খুন হয়। তৌফিক কৃষ্ণনগর সম্মেলনী মহিলা কলেজ পাড়া এলাকার কাঠমিস্ত্রি শাহাদত মোল্লার ছেলে। হত্যাকারী কেসমত ওরফে ক্যাসেট (২৫) কাটাখাল আফিল রোডের মৃত আবুল কাশেমের ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, তৌফিক এবং কেসমত ওরফে ক্যাসেট ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারা দুজনেই মাদকাসক্ত। শুক্রবার সন্ধ্যায় কেসমত তার স্ত্রী রিয়া ও তৌফিককে একসাথে কথা বলতে দেখে ফেলে। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। শনিবার সকাল ৮ টার দিকে কেসমত আলী ওরফে ক্যাসেট তৌফিককে (২৩) তার বাড়িতে ডেকে নেয়। এরপর উভয়ের মধ্যে আবারও কথা কাটাকাটির এক পর্যায়ে কিসমত আলী ওরফে ক্যাসেট (২৫) তৌফিক আহমেদকে (২৩) ছুরিকাঘাত করে। এতে তৌফিকের পেটের ভুঁড়ি বেরিয়ে যায়। স্থানীয় ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি ঘটলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
এলাকাবাসী ও একাধিক সূত্রে জানাগছে, আসামি কেসমত ওরফে ক্যাসেটের বউয়ের সাথে তৌফিক এর পরকীয়া সম্পর্ক ছিল। তারই জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া একইদিন শহরের ষষ্ঠিতলা পাড়া বসন্তকুমার সড়কে আরাফাত হোসেন সামী (১৮) নামে আরো এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছে। আহত আরাফাত ওই এলাকার আজিজুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, শনিবার বিকালে ষষ্ঠিতলা পাড়ার বসন্তকুমার সড়কের আজিজুল ইসলামের কুল পেড়ে খাওয়ার সময় তার স্ত্রী স্মৃতি নিষেধ করায় তাকে ধাক্কা মারেন সুমন ও রনি। সেই সময় তার ছেলে আরাফাত দৌড়ায় এসে প্রতিবাদ করলে সুমন এবং রনি মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীদের সহযোগীতায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সে বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি গ্রেফতারের ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।