সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে তার এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রামের মানুষকে ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল একটি চক্র।
দুটি মটরসাইকেল যোগে তারা এলাকায় বিভিন্ন লোকজনকে হয়রানি করে আসছিল। ঘটনাটি জানার পর গ্রামের মানুষকে সাবধান করা হয়। শনিবার ভোরে দুটি মটরসাইকেল যোগে আটক শফিকুল ইসলামসহ ৩/৪ জন গ্রামে ঢোকে। এ সময় সন্দেহ হলে তাদেরকে আটকের চেষ্টা করা হয়। এ সময় একজনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রামের মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল একটি গ্রুপ। ভোরে গ্রামবাসি একজনকে আটক করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।